স্কুল ও কলেজের ওয়েবসাইট এর উদ্বোধন | টেস্ট পরীক্ষার ফলাফল | ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ভর্তি ফরম -২০২৪ | দশম শ্রেণি - ২৪ প্রাক- নির্বাচনী রুটিন
হাসনা আলতাফ স্কুল এন্ড কলেজ

স্কুলের ইতিহাস

বগুড়া জেলাস্থ গাবতলি উপজেলার প্রত্যন্ত এলাকায় টিওরপাড়া গ্রামে শিক্ষার আলো বিস্তারের জন্য জ্ঞান পিপাসু শিক্ষানুরাগী দানশীল ও বিশিষ্ট সমাজসেবী বীরমুক্তিযোদ্ধা জনাব এড. মুহম্মদ আলতাফ আলী এবং মিসেস হাসনা বানুর নেতৃত্বে, সহযোগিতা এবং স্থানীয় জনগণের স্বতস্ফুর্ত আন্তরিকতায় ২০১৪ সালে প্রথমে টিনশেডের ছাউনি দিয়ে শুরু হয় ‘হাসনা আলতাফ স্কুল এন্ড কলেজ’ এর শিক্ষা প্রতিষ্ঠানের পদযাত্রা। প্রাথমিকভাবে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত দুই একর জমির উপর জনাব মুহম্মদ আলতাফ আলীর আর্থিক সহযোগিতায় আসবাবপত্র ও আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে প্রতিষ্ঠিত করেন বিদ্যালয়টি। এছাড়াও তারই একক উদ্যোগে নিজস্ব অর্থায়নে একটি একতলা ভবন নির্মাণসহপর্যায়ক্রমে তার ঐকান্তিক প্রচেষ্টায় সরকারী অর্থায়নে নির্মিত হয় তিন কক্ষ বিশিষ্ট একতলা একাডেমিক ভবন। বারো কক্ষ বিশিষ্ট একটি চারতলা ভবন এবং হাসনা আলতাফ স্কুল এন্ড কলেজ বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মিত হয়। বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন। এ প্রকল্প আশ্রয়হীন মানুষের জন্য এক যুগান্তকারী পদক্ষেপই নয় গণমানুষের প্রানের চাহিদাও বটে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নেক নজর থাকলে প্রতিষ্ঠানটি ক্রমাগত এগিয়ে যেয়ে ভবিষ্যতে এক মহীরুহে রূপান্তরিত হবে এ প্রত্যাশা আমাদের ও এলাকাবাসীসহ সারা বাংলাদেশের জনমানুষের প্রানের চাহিদাও বটে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে একটি আদর্শ ও গুনগত মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সুনামের সহিত সুুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। মানসম্মত ও প্রশিক্ষকণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা শ্রেণির পাঠদান কার্যক্রম পরিচালিত হয় বলেই প্রতি বছর জে, এস, সি ও এস, এস, সি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীর পাশের হার সন্তোষজনক। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি আমরা এলাকার গুনীজনের পরামর্শ অনুযায়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও চালু করার উদ্যোগ নিয়েছি। তবে সরকারী সহযোগিতা পেলে অতি দ্রুত এ প্রয়াস সাফল্যমন্ডিত হবে। এর ফলে এলাকার ছাত্র-ছাত্রীদের জ্ঞান বিকাশের পথ এক ধাপ এগিয়ে যাবে।

আরও জানুন
বক্তব্য

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ-এর বাণী

...
মিসেস হাসনা বানু

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, হাসনা আলতাফ স্কুল এন্ড কলেজ


শিক্ষা জাতির মেরুদন্ড । শিক্ষা মানুষের মেীলিক অধিকার। এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। এ লক্ষে স্বপ্নদ্রষ্টা মানুষের ঐকান্তিক প্রচেষ্টা স্বীয় অর্থ ও ভূমি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয়ের সহযোগিতায় বগুড়া জেলার গাবতলি উপজেলায় টিওরপাড়া গ্রামে গড়ে ওঠে একটি আদর্শ প্রতিষ্ঠান ‘হাসনা আলতাফ স্কুল অ্যান্ড কলেজ’। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করা। যার মধ্যে থেকে বেরিয়ে আসবে সৎ নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃঙ্খল এবং কর্মমুখী ‍ জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এসব ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের আয়োজন ও প্রয়াস। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কর্মরত সকল শিক্ষক, কর্মচারী ও হিতৈষী ব্যক্তিবর্গকে অভিনন্দন জানাচ্ছি। একইভাবে স্কুলটি সুুষ্ঠ ভাবে পরিচালনায় তাদের সহযোগিতা কামনা করছি।

নোটিশ

ক্রঃ বিবরণ ডাউনলোড
1 দশম শ্রেণি - ২৪ প্রাক- নির্বাচনী রুটিন Download PFD
2 ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ভর্তি ফরম -২০২৪ Download PFD
3 টেস্ট পরীক্ষার ফলাফল Download PFD
4 স্কুল ও কলেজের ওয়েবসাইট এর উদ্বোধন Download PFD
ইভেন্ট

সম সাময়িক অনুষ্ঠান সমূহ

সভাপতি

সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ

এড. মুহম্মদ আলতাফ আলী
প্রতিষ্ঠাতা সভাপতি
মিসেস হাসনা বানু
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ

ফটো গ্যালারী